১. এই নাটকে 'পাড়ি', 'বীরত্ব' এবং ' উদ্দশ্য' বিষয় তিনটি চাঁদ চরিত্রর মধ্য দিয়ে কীভাবে রূপায়িত হয়েছে?
২. প্রচলিত মঙ্গলকার কাহিনি কীভাবে আধুনিক নাট্যকাহিনিতে রূপান্তরিত হয়েছে?
৩. 'মনসার সর্পল আন্ধার' কীভাবে গোটা নাটক তথা চাঁদের জীবনে পরিব্যাপ্ত হয়েছে?
৪. লখিন্দর-বেহুলা জীবন-জিজ্ঞাসায় দীর্ণ আধুনিক মানুষ৷ তাঁদের পরিণতি মঙ্গলকাব্য-কাঠামোর অনুগামী হয়েও আধুনিক৷
৫. সমকালীন রাজনৈতিক পরিবেশ কীভাবে এই নাটকে রূপায়িত হয়েছে?
৬.শাসকের অন্নদাস শিক্ষক শাসকের দ্বারা ব্যবহৃত হয়ে কীডাবে আত্মদহন ও আত্মগ্লানিতে জর্জরিত হন তা বল্লভাচার্য চরিত্র অবলম্বনে আলোচনা করো৷
৭. 'পালা' কথাটি ব্যবহারের তাৎপর্য৷
৮. মঞ্চ নির্মাণ বিষয়ে নাট্যকারের বক্তব্য৷
বিঃদ্রঃ ১. আগের দিন আর একটি বিষয় উত্তরসূত্রসহ দেওয়া হয়েছে৷
২. আগে পাঠ্যবই অবলম্বনে নিজেরা দেখে নাও৷ তিনদিন পর থেকে উত্তরসূত্র দেওয়া হবে৷
৩. টাইপের অসুবিধের জন্য দু-একটি বানানে সম হয়েছে৷ আশা করি বুঝে নিতে পারবে৷